Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

ক্রঃনং

কার্যক্রম

অর্জন

সাফল্যের হার

০১.

দু:স্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি

বর্তমানে ২,৪৪৮জন ভিজিডি উপকারভোগী মাথাপিছু ৩০কেজি প্যাকেটজাত চাল প্রদান করা হয় এবং আত্মনির্ভরশীল হওয়ার জন্য জীবন দক্ষতা মূলক প্রশিক্ষণ এনজিও এর মাধ্যমে প্রদান করা হয়।

১০০%

০২.

দরিদ্র মা’র  জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি

বর্তমানে ১,৩১৬জন ভাতাভোগী কে মাসে ৮০০/-টাকা করে ৩(তিন)বছর ভাতা প্রদান করা হয়। পাশাপাশি  সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এনজিও এর মাধ্যমে প্রদান করা হয়।

১০০%

০৩.

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

সমাজের অবহেলিত নারীদের অর্থনৈতিক উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করার পাশাপাশি তৃনমূলের নারীদের আত্মকর্মসংস্থানের জন্য স্বল্পসূদে সহজশর্তে এ পর্যন্ত ৩৯২জন মহিলাকে ৪২,০১,০০০/-টাকা ঋণ প্রদান করা হয়েছে।

১০০%

০৪.

মহিলা প্রশিক্ষণ

শিক্ষিত, বেকার ও দুঃস্থ মহিলাদের অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক তথা সামগ্রীক ক্ষমতায়নের লক্ষ্যে আ্‌ইজিএ প্রকল্পের মাধ্যমে বিউটিফিকেশন ও ফ্যাশনডিজাইন ট্রেডে ৩(তিন) মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি বছর ৪০০জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

১০০%

০৫.

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন প্রদান করা হয়। এই সমিতি বিভিন্ন সামাজিক ও স্বচ্ছাসেবী কাজ করে থাকেন। এদেরকে কার্যক্রমের উপর মূল্যয়ন করে প্রতিবছর মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে অনুদান প্রদান করা হয়। বর্তমানে রামপাল উপজেলায় ১১টি সমিতি সক্রিয় রয়েছে।

১০০%

০৬.

সেলাই মেশিন বিতরন

অসহায় দুঃস্থ মহিলাদের মধ্যে মাননীয় সংসদ সদস্যদের নামে বরাদ্দ সাপেক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

০৭.

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক প্রতিরোধ বিষয়।

প্রতিমাসে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক প্রতিরোধ বিষয় সভা করা হয়। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন , বাল্যবিবাহ  ও যৌতুক নিয়ে বিবাহের খবর পাওয়ার সাথে সাথে প্রয়োজনমতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, থানার সহায়তায় ব্যবস্থা গ্রহণ করা হয়। যার করণে এখন নারী ও শিশু নির্যাতন , বাল্যবিবাহ  ও যৌতুক নিয়ে বিবাহ নাই বললেই চলে।

১০০%

০৮.

দিবস উদযাপন

উপজেলা প্রশাসন ও উপজেল মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় দিবস সমূহ উদযাপন করা হয়। যেমন- ৮ আগষ্ট বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস, ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনত দিবস, বিশ্ব মা দিবস উদযাপন করা হয়।

১০০%

০৯.

কিশোর কিশোরী ক্লাব

রামপাল উপজেলায় ১০টি কিশোর কিশোরী ক্লাব প্রতি ক্লাব ৩০জন সদস্য( ১০জন ছেলে, ২০জন মেয়ে)। এদের কে সংগীত, আবৃত্তি, ক্যারেটে প্রশিক্ষণ সহ জেন্ডার সম্পর্কে ধারনা দেয়া হয়। প্রতিটা ক্লাবে ০১টি হারমোনিয়াম, ০১সেট তবলা, ০২টি দাবা, ০২টি লুডু, ০১টি কেরামবোর্ড দেয়া আছে। প্রতি সদস্যকে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পোষাক প্রদান করা হয়েছে। ২০২১ সাল থেকে প্রতি বছর ৩০০জন ছেলে/মেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হয়।

১০০%