Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি
Details

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন রামপাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিউটিফিকেশন, সেলাই প্রশিক্ষণ কোর্সে ২০১৭-২০১৮ অর্থবছরের ১ জানুয়ারি২০১৮হতে ৩১মার্চ ২০১৮খ্রি. পর্যন্ত ০৩(তিন) মাস মেয়াদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৬০ জন মহিলা প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

 

শর্তাবলী সমূহঃ

 

০১.        আবেদনকারীকে প্রকৃত গরীব/অসহায়/স্বামী পরিত্যাক্তা/বিধবা মহিলা হতে হবে।

০২.        অত্র দপ্তরের ছাপানো নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ০৭.১২.২০১৭খ্রি.তারিখ হতে ২১.১২.২০১৭খ্রি.তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে অত্র দপ্তর হতে গ্রহণ পূর্বক জমা দিতে হবে।

০৩.       নির্বাচনী বোর্ডের দ্বারা সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

০৪.        আগামী ২৭.১২.২০১৭খ্রি.তারিখ রোজ বুধবার সকাল ১০.০০ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

০৫.       সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হবে না।

০৬.       প্রশিক্ষণার্থীদের বয়স ১৬বছর হতে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

০৭.       আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ৫ম শ্রেণি পাশ হতে হবে।

০৮.       পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।

০৯.        আবেদনকারীকে সদ্য তোলা ২(দুই)কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, পৌরসভা/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদ এবং  জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।

১০.        অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১১.        ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য অফিস চলাকালীন সময়ে অত্র দপ্তর হতে জানা যাবে।

১২.        প্রশিক্ষণার্থী নির্বাচন/ভর্তির বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।

১৩.       যে কোন আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

 

Attachments
Publish Date
09/11/2017
Archieve Date
31/10/2018